এই ক্ষনজন্মা মনীষী ১৯৪৫ খ্রিঃ বিক্রমপুরের খোদাইবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন । পিতার নাম আব্দুল হামিদ খান ও মাতা নুরজাহান খান । তার পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার রড় ছিলেন তিনি।
তিনি প্রথমে খোদাইবাড়ী সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এর পর নারায়নগঞ্জ উচ্চ বিদ্যালয় হতে প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তিতে নারায়নগঞ্জ তোলারাম কলেজে থেকে কৃতিত্বের সাথে এফ এ পরিক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে উচ্চ শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে তিনি আজিজ এন্ড কোং নামে একটি কোম্পানি চালু করেন, এবং ব্যবসায় সফল হন।
তিনি ১৮৮৬ খ্রিঃ এলাকায় নারী শিক্ষা প্রসার করার জন্য মায়ের নামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় চালু করেন। যার নাম খোদাইবাড়ী নূরজাহান খান বালিকা উচ্চ বিদ্যালয়। পরবর্তিতে যা খোদাইবাড়ী নূরজাহান খান উচ্চ বিদ্যালয় নামান্তর করা হয় । এই বিদ্যাপীঠ ১.৪১ একর ভূমি নিয়ে যাত্রা করে । বর্তমানে একাধিক ভবন একটি বড় পুকুর ও একটি বিশাল খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি সগৌরবে মাথা উচু করে দাড়িয়ে আছে । এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আজিজুল হক খান ১৯৯০ সালে সবাইকে শোক সাগরে ভাষিয়ে পরলোক গমন করেন ।